অনলাইন বিজনেসে ক্ষেত্রে কনটেন্ট রাইটিং অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পণ্যের বিষয়ে যদি আপনি আপনার কাস্টোমার কে ভালো করে বুঝিয়ে বলতে না পারেন তাহলে কিভাবে আপনার পণ্যে সেল হবে,,?
কন্টেন্ট আপনার ব্যবসার হয়ে কথা বলবে। যত বেশি করে নিয়মিত ভাবে কন্টেন্ট দিতে পারবেন, ততো বেশি সুবিধা পাবেন।
কন্টেন্ট যে কত টা উপকারি, সেটা যারা নিয়মিত ভাবে সময় দিচ্ছেন পার্সোনাল প্রোফাইল এবং গ্ৰুপে, তারাই বুঝতে পারছেন।
অনেকে হাহুতাশ করে বলেন যে, কন্টেন্ট এর আইডিয়া পাই না। আসলে আইডিয়া ঠিকই আছে, আপনি কাজে লাগান না। তাই পারেন না। পণ্য নিয়ে আপনি যাই জানেন, সেটা সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে পারলে সেটা কন্টেন্ট।
আপনার যদি লিখার অভ্যাস না থাকে, তাহলে যে কোনো বিষয় নিয়ে আগে লিখা শুরু করেন। কারণ না লিখলে কোনো দিন লিখতে পারবেন না। আপনাকে লিখা শুরু করতে হবে।
আমরা প্রতিদিন হাজার হাজার শব্দ লিখি বাংলায় এবং সেটা এক ঘন্টার ভেতরে লিখি আর সেই লিখালিখি আমরা শিখেছি বিভিন্ন গুরুপ বা বই থেকে
। শিখেছি নিজের দরকারে এবং উদ্যোগ এর সুবিধার জন্য।
আপনি যদি নিয়মিত লিখেন, তাহলে যে কোনো ভাবে অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে। এই প্রতিটা আইডিয়া থেকে আপনি চাইলে অনেক কন্টেন্ট দিতে পারবেন।
মনে রাখতে হবে, কন্টেন্ট হলো সবচাইতে শক্তিশালী একটা টুল ব্যবসায় পরিচিতির জন্য। অক্সিজেন ছাড়া বাঁচা যায় না, আর কন্টেন্ট ছাড়া ব্যবসায় কোনো পরিচিতি আসবে না।
.
লিখেছেন
জাহিদ
সত্ত্বাধিকারী : টেকলিবার্টি
কাজ করছেনডো
মেইন হোস্টিং, লগো ডিজাইন ,ফেসবুক পেজ সেটাপ, ফেসবুক ব্র্যান্ডিং কন্টেন্ট এবং ইকমার্স ওয়েবসাইট।