কোন কাজ শুরু করার আগে আমাদের ভীষণ চিন্তা হয়, কিভাবে শুরু করবো
ঠিকঠাক পারবো তো সব কাজ,
কে কি বলবে,
হেরে যাব নাতো,
এমন অনেক প্রশ্ন এসে মাথায় ভর করে।
অবশেষে প্রশ্নের চাপে কাজটাই আর শুরুই করা হয় না। শুরু করার আগেই হেরে যেতে হয় ।
শুরুটা অবশ্যই ভেবে চিন্তে প্রস্তুতি নিয়ে করা উচিত। তবে শুরতেই নেগেটিভ ভাবনা ভাবার দরকার নেই। কোন কাজের শুরুই কখনো মসৃন হয় না। তবে এক সময় ঠিকই সঠিক পথ খুজে পাওয়া।
তবে সেটা কাজ করতে করতে ।
হুজুগে কোন কাজ শুরু করলে বেশি দুর আগানো যায় না। নুন্যতম জ্ঞান থাকতে হয়।
আপনার সামনে যদি খোলা মাঠ থাকে, আর আপনি দৌড় দেন।রাস্তা ঠিক না থাকলেও কিছু সময় হয়তো দৌড় দিতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। কিন্তু মাঠের প্রান্তে গিয়ে আর রাস্তা খুজে পাবেন না সামনে যাওয়ার।
শুরু থেকেই সামনের রাস্তাকে টার্গেট করে দৌড় দিলে এই সমস্যাটা আর হবে না।
আমরা অনেক শুধু প্লানিং করি শুরুটা করা হয় না এটা একটি আমাদের মূর্দা দোষ ও বলতে পারেন।
শুরু করার আগে আপনি অনেক কিছু জানতে পারবেন না যেটা শুরু করে যে অভিজ্ঞতা টা হয়।
সঠিক ভাবে ঘবেষণা ও প্লানিং করে যে কোন উদ্যোগ আপনি শুরু করেন না কেন ঠিক মতো সঠিক উপায়ে লেগে থাকলে সাফল্য নিশ্চিত।
দরকার শুধু সাহস,
যে কোন অনঅভিজ্ঞ বিষয় হওক না কেন ঐ জায়গায় আপনি দির্ঘ দিন মন দিয়ে সেখার আগ্রহ নিয়ে কাজ করুণ দেকবেন কতো কিছু জানতে পারছে এবং ঐ বিষয় নিয়ে কাজ করার সাহস পাচ্ছেন।
সফলতার গল্প টা এমনিতেই তৈরী হয় না তাঁর জন্য সবার আগে দরকার সাহস।
যুদ্ধের ময়দানে অংশ গ্রহন করলাম যুদ্ধে জায় লাভ কিভাবে করবো।
পথে নামলে পথ ঠিকই পথ দেখায়, কিন্তু কিছুটা জ্ঞান দক্ষতা অর্জন করে নিয়েই শুরু করা উচিত। যাতে থেমে গেলে বা হোচট খেলে আবার নতুন করে শুরু করা
যায়।
লিখেছেন
মানসুরা রিনা
বরগুনা জেলা থেকে
কাজ করছেন নারিকেলের নাড়ু ও থ্রি-পিস নিয়ে